- Get link
- X
- Other Apps
Featured Post
- Get link
- X
- Other Apps
1. আমি তার আদর্শ অনুসরণ করি।
2. সেই কারণে আমিও কঠোর পরিশ্রম করি।
3. জলের রং নেই স্বাদও নেই।
4. এই তথাপিও জল আমাদের তৃষ্ণা দূর করে।
5. জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না।
6. শিক্ষক বলেছিলেন," আমাদের সবসময় বিশুদ্ধ জল পান করা উচিত। "
7. দূষিত জল রোগের বীজাণু ছড়ায়।
8. তুমি কি সাঁতার জানো?
9. রাত্রে থেকে বৃষ্টি হইতেছে ?
10.
সে আমাকে জিজ্ঞাসা করিয়াছিল," তুমি গতকাল স্কুলে যাও নাই কেন?"
11.
সে কেবল বুদ্ধিমানই নয় শক্তিশালীও।
12.
যদি সে আসে তবে আমি যাবো।
13.
তুমি কখন গৌহাটিতে যাবে?
14.
তুমি কি কখনো গোয়াহাটি গিয়েছো?
15.
ঘরটির রং করা হচ্ছে।
16.
বেনীমাধব বাবু 10 বছর যাবৎ এই বিদ্যালয়ে কাজ করছেন।
17.
ফতেমা তার ছোট বোনকে খুব ভালবাসে।
18.
অনুগ্রহ করে তাকে দরজাটি বন্ধ করতে বলুন।
19.
কি বিচিত্র এই দেশ!
20.
পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে।
21.
কাজিরাঙ্গা খরগো বিশিষ্ট গন্ডার এর জন্য বিখ্যাত।
22.
ওরা 10 বছর ধরে গৌহাটিতে আছে।
23.
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন," তুমি গতকাল স্কুলে আসোনি কেন?"
24.
আমিরা স্টেশনে পৌঁছানোর আগেই রেলগাড়িটি ছেড়ে দিয়েছিল।
25.
আমি একজন ভারতীয় নাগরিক।
26.
ভারত বর্ষ একটি গণতান্ত্রিক দেশ।
27.
আসাম ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য।
28.
ইহা ভারতের উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
29.
গান্ধীজী বলেছিলেন অহিংসা পরম ধর্ম।
30.
পরিশ্রমই সফলতার চাবিকাঠি।
31.
সে তার গাড়িটি মেরামতি করালো।
32.
যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তাহলে জীবনে সফল হতে পারবে না।
33.
মি. বরুয়া একজন চরিত্রবান লোক, ইহা নয় কি?
34.
যদি বৃষ্টি হয় তবে আমি ঘুরতে যাব না।
35.
বাবা আসার আগে থেকে আমি পড়তেছিলাম।
36.
সে রাত্রি ছয়টা থেকে পড়িতেছে।
37.
রমেন এত দুর্বল যে কথা বলতে পারে না।
38.
তুমি কি কখনো সাগর দেখিয়াছো?
39.
শ্রীমন্ত শংকরদেব অসমের মহান ব্যক্তি।
40.
আসাম ভারতবর্ষের পূর্ব প্রান্তে অবস্থিত।
41.
মানুষের সব সময় সঙ্গী মানুষকে ভালবাসতে হয়। (People have to love their partner all the time.)
42.
তুমি স্কুটার চালাতে জানো কি ?
43.
আমার গ্রামের নাম রামপুর।
44.
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথায় থাকি?
45.
আমি জবাব দিলাম যে আমি গুয়াহাটিতে থাকি?
46.
গুয়াহাটি একটি বড় শহর।
47.
সেখানে একটি চিড়িয়াখানা আছে।
48.
কামাক্ষা মন্দির গোয়াহাটিতে অবস্থিত।
49.
শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছিলেন," সকালএ তুমি কয়টায় ঘুম থেকে উঠ?
50.
আমি সাঁতার না জানার মতনেই। I don't know how to swim.
51.
আজ বৃষ্টির হইতে পারে।
52.
তুমি কখনো দিল্লি গিয়েছিলে নাকি?
53.
গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয়।
54.
প্রায় প্রত্যেক গাছের পাতা সবুজ।
55.
তুমি কি গাছের যত্ন করো?
56.
পৃথিবীকে সবুজ রাখার জন্য গাছের যত্ন নিতে হবে।
57.
গাছ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল।
The tree gives us flowering fruit and shade. The leaves of almost every tree
are green. Do you take care of the trees Trees and animals depend on each other
to keep the earth green.
58.
মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি সত্য কথা বলছি।
59.
তুমি কি কখনো সিংহ দেখিয়াছো।
60.
যে মানুষটি আমার ঘরে এসেছিলেন আমি ওনাকে চিনি।
61.
আমি না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করবে।
62.
তিনি যখন এসেছিলেন আমি তখন খবরের কাগজ পড়ছিলাম।
63.
অরুণ ভালো ইংরেজি বলতে পারে।
64.
প্রতিমাসে এসে অনেকগুলো ইংরাজি গল্প বই কিনে।
65.
নতুন শব্দগুলোর অর্থ এবং ব্যবহার সে অভিধান দেখে শিখে নেই।
66.
আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম," তুমি আমাকে ইংরেজিতে কথা বলা শিখাবে?"
67.
এখন খেলার সময় নয়।
68.
তিনি দু'বার আমেরিকায় গিয়েছিলেন।
69.
মানুষ ঈশ্বরের এক বিস্ময়কর সৃষ্টি।
70.
শিক্ষক বললেন," সবসময় সত্য কথা বলবেন। "
71.
আপনি জানেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। Now is not the time to play. He went
to America twice. Man is a wonderful creation of God. The teacher said,
"You will always speak the truth." You know, India is a secular
country.
72.
আমি আমাদের স্কুলে তিন বছর যাবত পড়িতেছি।
73.
আমি সর্বদা স্কুলে যাই।
74.
আগামীকাল আমাদের বাৎসরিক পরীক্ষা আরম্ভ হইবে।
75.
আমাদের ইংরেজি শিক্ষক খুব ভালো।
76.
তিনি আমাদের বলিয়াছিলেন পরীক্ষা ভালো করিয়া দিতে চেষ্টা করো।
77.
আমরাও অনেক চেষ্টা করিয়া পড়িয়াছিলাম।
78.
কাজিরাঙ্গা আসামের একটি রাষ্ট্রীয় উদ্যান।
79.
ইহা এক খর্গ বিশিষ্ট গন্ডার এর জন্য বিখ্যাত।
80.
কাজিরাঙ্গা গোলাঘাট জিলায় অবস্থিত।
81.
তুমি কি কখনো কাজিরাঙ্গা গিয়েছো।
82.
কাজিরাঙ্গায় অনেক পর্যটক আসে।
83.
প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকা উচিত।
84.
সে ইংরেজিতে ষাট নম্বর পেয়েছে।
85.
আমরা নদীর পাড়ে বেরিয়ে আসলাম।
86.
ছাত্র-ছাত্রী সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
87.
তুমি এটি কিভাবে করবে?
- Get link
- X
- Other Apps