Featured Post

Important Questions on General Knowledge Part 1 (Bengali Medium)

 

Important Questions on General Knowledge Part 1 (Bengali Medium)

FOR ENGLISH MEDIUM CLICK HERE

  1. আসামে দ্য রিভার পুলিশ অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
    উত্তর: 1979।
  2. বিশ্ব গণ্ডার দিবস প্রতি বছর _________ পালন করা হয়?

উত্তর: 22 সেপ্টেম্বর।

  1. চুকলেনমুং কি নামে পরিচিত?

উত্তর: গড়গাইয়া রজা।

  1. কোনটি প্রথম অসমীয়া উপন্যাস?

উত্তর: 1890 সালে প্রকাশিত উপন্যাস ভানুমতি বা ‘ভানুমতি’ প্রথম অসমীয়া উপন্যাস। সাহিত্যের দৃষ্টিকোণ থেকে এটি প্রথম অসমিয়া উপন্যাস হিসেবে বিবেচিত।

  1. কোন জেলাকে ভারতের প্রথম কার্বন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর: মাজুলি।

  1. আসামের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন?

উত্তর: সঞ্জুক্তা পরাশর।

  1. আসামের নেপোলিয়ন কে ছিলেন?

উত্তর: সমুদ্রগুপ্ত

  1. কারেং ঘর কে নির্মাণ করেন?
    উত্তর: রাজা রুদ্র সিংহ।
  2. আসামে রৌপ্য মুদ্রা চালু করেন কে?
    উত্তর: রানী ফুলেশ্বরী।
  3. আসামের সবচেয়ে বড় মানবসৃষ্ট ট্যাঙ্ক কোনটি?
    উত্তর: জয়সাগর ট্যাঙ্ক, শিবসাগর