- Get link
- X
- Other Apps
Featured Post
- Get link
- X
- Other Apps
Present Continuous Tense:
বতর্মান কালের কোনোও কাজ যদি এখন আরম্ভ হয়ে চলিতেছে বোঝায় তবে Present Continuous Tense হয়।
এই Tense এর বাংলা বাক্যের ক্রিয়াপদের বা Verb এর শেষে তেছি, তেছ, তেছেন, তেছে, চ্ছ, চ্ছি, ইত্যাদি যুক্ত থাকে।
ইংরেজীতে অনুবাদ করার সময় প্রথমে কর্তা(subject) তারপর am/is/are বসে এবং মুল verb এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
ক। আমি এখন লিখিতেছি।
=I am writing now.
খ। ছেলেরা মাঠে খেলিতেছে।
=The boys are playing in the field.
গ। এখন একটি সাদা এবং কালো কুকুর ঘেউ ঘেউ করছে।
=A white and black dog is barking now