Featured Post

Present Indefinite Tense


PRESENT INDEFINITE TENSE

বর্তমান কালের কোনো সাধারণ কাজ বা সাধারণ গঠনা বা অভ্যাসগত বা চিরসত‍্য বোঝাইলে Present Indefinite Tense হয়।

ইংরেজীতে অনুবাদ করিতে হইলে প্রথমে কর্তা তারপর মূল verb এর সাথে s অথবা es যুক্ত হয়।
অর্থাৎ,
Sub+Verb+s/es+object+others

মনে রাখিবে: যদি কর্তা 3rd person singular number( He, She, it, কোনো বস্তুর নাম, কোনো যায়গার নাম ইত্যাদি) হয় তাহলে verb এর সাথে বা es যুক্ত হবে অন্যথায় হবে না ।

যেমন:
1. I go to market everyday.
2.The Sun rises in the east .
3.He goes to market.